586

03/14/2025 রাজশাহী রেলওয়ে হাসপাতালে অনিয়মের তদন্ত শুরু

রাজশাহী রেলওয়ে হাসপাতালে অনিয়মের তদন্ত শুরু

রাজটাইমস ডেস্ক

২১ আগস্ট ২০২০ ২২:২৭

রাজশাহী রেলওয়ে হাসপাতালের নানা অনিয়মের ও দূনীতির তদন্ত শুরু করেছে তদন্ত কমিটি।

তদন্ত কাজ শুরু হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে তদন্ত কমিটির প্রধান অজয় কুমার পোদ্দার।

হাসপাতালে নানা অনিয়মের অভিযোগে গঠিত তদন্ত কমিটিকে সার্বিক বিষয়ে তদারকির নির্দেশ দেয়া হয়েছে বলে জানান পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক মিহির কান্তি গুহ।

উল্লেখ্য, হাসপাতালটিতে সম্প্রতি বিভিন্ন অনিয়ম ও দূনীর্তির অভিযোগ উঠার পর গত ১২ আগস্ট পশ্চিমাঞ্চল রেলওয়ের অতিরিক্ত মহাব্যবস্থাপক অজয় কুমার পোদ্দারকে প্রধান করে তিন সদস্যের এ কমিটি গঠন করে কর্তৃপক্ষ। ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপকের (জিএম) কাছে জমা দেয়ার নির্দেশনা ও দেয়া হয়।

এসএইচ

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]