5865

03/14/2025 বাঘার সাংবাদিক আমানের বাবার মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

বাঘার সাংবাদিক আমানের বাবার মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

বাঘা প্রতিনিধি

১৯ জুলাই ২০২১ ০২:৩১


রাজশাহীর বাঘা প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক, দৈনিক যুগান্তর ও সোনার দেশ পত্রিকার বাঘা প্রতিনিধি আমানুল হক আমানের বাবা নিজাম উদ্দিন প্রামানিক বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিভিন্ন মহল।

শনিবার (১৭ জুলাই) রাত ৮টার দিকে নিজ বাড়ি বাঘা উপজেলার আড়ানী পৌরসভার গোচর মহল্লায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৮ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

রোববার (১৮ জুলাই) সকাল ৯টায় মরহুমের জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন-পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব শাহরিয়ার আলম এমপি, বাঘা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল লতিফ মিঞা, সাধারণ সম্পাদক নুরুজ্জামানসহ আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

এসকে

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]