587

03/13/2025 রাশিয়ার ৪০ হাজার স্বেচ্ছাসেবক পাচ্ছে করোনা ভ্যাকসিন

রাশিয়ার ৪০ হাজার স্বেচ্ছাসেবক পাচ্ছে করোনা ভ্যাকসিন

রাজটাইমস ডেস্ক

২১ আগস্ট ২০২০ ২৩:৫০

নিজেদের আবিষ্কৃত কোভিড-১৯ ভ্যাকসিন পুতিন কন্যার উপর সর্বপ্রথম প্রয়োগ করে সূচনা করে রাশিয়া। দেশটি এবার ৪০ হাজার স্বেচ্ছাসেবীর ওপর এই টিকা প্রয়োগ করতে যাচ্ছে। খবর সিএনবিসি

তারা ভ্যাকসিনটির নাম দিয়েছে ‘স্পুটনিক ৫’ বা ‘স্পুটনিক ভি’।সোভিয়েত ইউনিয়ন উৎক্ষেপিত বিশ্বের প্রথম কৃত্রিম উপগ্রহ ‘স্পুটনিক ১’-এর নামানুসারে এই নামকরণ করা হয়।

ভ্যাকসিনটি এখনো সফলতার মুখ না দেখলেও এটি কার্যকর দাবি দেশটির। বিজ্ঞানীরা ক্ষুদ্র পরিসরে মানুষের ওপর তা প্রয়োগ করে চলেছে।

রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের সহযোগিতায় এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে গ্যামেলিয়া রিসার্চ ইনস্টিটিউট অব এপিডেমায়োলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি এই ভ্যাকসিন উদ্ভাবন করেছে।

বিশ্ব মহামারী করোনাভাইরাস প্রকোপে সারা বিশ্বে প্রায় ১৬৫টি কোভিড-১৯ ভ্যাকসিন তৈরি হচ্ছে। এ ভ্যাকসিনগুলোর মধ্যে রয়েছে ভাইরাল-ভেক্টর ভিত্তিক ভ্যাকসিন, ভাইরাল-ভিত্তিক, নিউক্লিয়ার অ্যাসিড ভিত্তিক ও প্রোটিন ভিত্তিক ভ্যাকসিন। রাশিয়ান অ্যাডেনোভাইরাস ভেক্টর-ভিত্তিক ‘স্পুটনিক ভি’ ভ্যাকসিনটি গত ১১ আগস্ট রুশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে নিবন্ধিত হয়েছিল। এটি বাজারে প্রথম নিবন্ধিত কোভিড-১৯ ভ্যাকসিন।

ভ্যাকসিনটি বিশ্বময় ছড়িয়ে দিতে চায় রাশিয়া। ইতিমধ্যে বিশ্বের ২০টিরও বেশি দেশ করোনার এই ভ্যাকসিন কেনার জন্য আগ্রহ দেখিয়েছে। ভ্যাকসিনটির কয়েক লাখ ডোজ উৎপাদন করার পরিকল্পনা চলছে, যা শুরু হয়ে গেছে। প্রথম পর্যায়ে চিকিৎসক, শিক্ষক এবং অন্যান্য সম্মুখ সারির কর্মীদের জন্য ‘স্পুটনিক ভি’ ভ্যাকসিন ডোজের প্রথম ব্যাচটি আগামী দুই সপ্তাহের মধ্যে প্রস্তুত হবে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মেয়েকে এই ভ্যাকসিনের ডোজ দেয়া হয়।

এসএইচ

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]