5896

03/29/2024 ব্রিসবেনে অনুষ্ঠিত হবে ২০৩২ সালের অলিম্পিক্স

ব্রিসবেনে অনুষ্ঠিত হবে ২০৩২ সালের অলিম্পিক্স

রাজটাইমস ডেস্ক

২২ জুলাই ২০২১ ০২:২০

অস্ট্রেলিয়ার ব্রিসবেন শহরকে বেছে নেয়া হলো ২০৩২ সালের আয়োজক হিসেবে। ৩২ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে ফের অলিম্পিক্স আয়োজন করা হবে। ২০০০ সালে সিডনিতে অলিম্পিক্স অনুষ্ঠিত হয়েছিল।

ব্রিসবেনকে বেছে নেয়া হয় ৭২-৫ ভোটের ফলাফলে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেন, 'আমরা জানি কিভাবে সফল অলিম্পিক্স আয়োজন করতে হয়।' ব্রিসবেনের নাম ঘোষণা হওয়ার সাথে সাথে দু’হাত তুলে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। বাজি পোড়ান হয় ব্রিসবেন শহরে।

২০২৪ সালের অলিম্পিক্স আয়োজন করবে প্যারিস। ২০২৮ সালের অলিম্পিক্স হবে লস অ্যাঞ্জেলসে। বুধবার টোকিও থেকেই অলিম্পিক্স আয়োজকরা ব্রিসবেনের নাম ঘোষণা করে।

বেশ কিছু মাস আগেই আন্দাজ করা গিয়েছিল ২০৩২ সালের অলিম্পিক্স আয়োজনের দায়িত্ব ব্রিসবেন পাবে। এই করোনা অতিমারির মধ্যেও তাই অস্ট্রেলিয়ার একাধিক প্রতিনিধি পৌঁছে গিয়েছিলেন টোকিওতে।

২০৩২ সালের অলিম্পিক্স আয়োজন করার জন্য আগ্রহ দেখিয়েছিল হাঙ্গেরি, চীন, জার্মানির মতো দেশ। তবে শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার ব্রিসবেনকেই বেছে নেয়া হলো।
সূত্র : আনন্দবাজার পত্রিকা

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]