59

03/14/2025 আশরাফুলের বায়োপিকে আগ্রহী সিয়াম

আশরাফুলের বায়োপিকে আগ্রহী সিয়াম

রাজ টাইমস ডেস্ক:

৮ জুন ২০২০ ২২:৩৪

আশরাফুলকে নিয়ে বায়োপিক হলে সিয়াম তাতে অভিনয় করতে রাজি আছেন। গতকাল রবিবার একটি ফেসবুক লাইভে অকপটে এমন স্বীকারোক্তি দিয়েছেন সময়ের জনপ্রিয় এই চিত্রনায়ক।

এই বিষয়ে সিয়ামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, 'আমি একটা প্রশ্নের জবাব দিয়েছি। আশরাফুল ভাইকে নিয়ে বায়োপিক হলে আর আমাকে যদি অভিনয়ের প্রস্তাব দেওয়া হয় আমি অবশ্যই করবো। তবে এর আগে চাইবো আশরাফুল ভাইয়ের উত্থানটা যেমন ছিল, ঠিক তেমনই যেন ক্যারিয়ার শেষের অধ্যায় হয়। আমি চাই তিনি দ্রুত জাতীয় দলে ফিরুন, তারপর ঝলমলে কিছু ইনিংস উপহার দিন। তার বিদায়টাও যেন হয় রাজকীয়।'
সূত্র: কালের কণ্ঠ
বায়োপিক প্রসঙ্গে সিয়াম বলেন, 'একটা বায়োপিক নির্মাণ করতে হলে প্রচুর স্ট্যাডি করতে হয়। বিশেষ করে ক্রিকেটারকে নিয়ে যদি বায়োপিক করা হয় তাহলে তো অবশ্যই খুবই স্ট্যাডি করা দরকার। চিত্রনাট্য তৈরি করতেও সময় লাগবে। আশরাফুল ভাইয়ের সাথে আমার ব্যক্তিগত যোগাযোগ রয়েছে। তাঁর বাসায়-আসা যাওয়া, খাওয়া, আড্ডা দেওয়া সবকিছুই হয়। তাই এমন কাজ যদি হয় তাহলে অবশ্যই তিনি রাজি রয়েছেন। এক্ষেত্রে অবশ্য পরিচালক কে হবেন, এসব প্রশ্নও আসে, সেসব পরে দেখা যাবে।'

করোনার দিন কেমন যাচ্ছে? এই তো নতুন কোনো খবর নেই। বাসাতেই আছি, কোথাও বেরোচ্ছি না- উত্তর দিলেন সিয়াম।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]