591

03/14/2025 ওপারে পাড়ি জমালেন ভাস্কর মৃনাল হক

ওপারে পাড়ি জমালেন ভাস্কর মৃনাল হক

রাজ টাইমস ডেস্ক

২২ আগস্ট ২০২০ ১৭:৩৬

বার্ধক্যজনিত রোগে বরেণ্য ভাস্কর মৃণাল হক মারা গেছেন। ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। শনিবার রাত ২টার দিকে গুলশানের নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৬২ বছর।

পরিবারের পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়, ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন মৃণাল হক। বেশ কিছু দিন ধরেই শারীরিকভাবে অসুস্থ ছিলেন তিনি। হাসপাতালে তিনি চিকিৎসাও নিয়েছেন।

রাতে ওনার সুগার লেবেল কমে গিয়েছিল, পাশাপাশি অক্সিজেন মাত্রাও কমে গিয়েছিল। পরে এভারকেয়ার হাসপাতালে ফোন করে অ্যাম্বুলেন্স আনা হয়। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃণাল হক ১৯৯৫ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এবং সেখানে ভাস্কর্যের কাজ শুরু করেন। ২০০২ সালে তিনি দেশে ফিরে আসেন এবং স্থায়ীভাবে বসবাস শুরু করেন।

#এনএস

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]