03/14/2025 পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৪
রাজটাইমস ডেস্ক
২২ আগস্ট ২০২০ ২০:৫৫
রাজশাহীর পুঠিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে এক বাইসাইকেল আরোহী এবং আহত হয়েছেন আরো ৪ জন।
শনিবার (২২ আগস্ট) উপজেলার গাওপাড়া ঢালান এলাকায় ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে এই দূর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় সদানন্দ নামের এক বাইসাইকেল আরোহী নিহত ও আরো ৪ জন আহত হন। আহতরা হলেন- মিলন, বাহার উদ্দিন, জয়নাল ও রজুফা। তারা সবাই হিউম্যান হলারের পুঠিয়ার বিভিন্ন এলাকার যাত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-রাজশাহী মহাসড়কের গাওপাড়া ঢালান এলাকায় রাজশাহী গামী একটি মালবাহী ট্রাক ও বিপরীত গামী হিউম্যান হালারের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় দুই গাড়ির মাঝখানে পড়ে বাই সাইকেল আরোহী সদানন্দ ঘোষ ঘটনাস্থলে নিহত হয়।
ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে ভর্তি করে। পরে আহতদের মধ্যে ৪ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।