5992

03/15/2025 রামেক হাসপাতালে ২৪ ঘন্টায় ১৮ জনের মৃত্যু

রামেক হাসপাতালে ২৪ ঘন্টায় ১৮ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

১ আগস্ট ২০২১ ১৭:১৭

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘন্টায় ১৮ জনের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়।

রামেক হাসপাতাল সূত্র জানায়, মৃতদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৬ জন ও উপসর্গে ৭ জন এবং নেগেটিভ অবস্থায় চিকিৎসাধীন মারা গেছেন ৫। গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে মারা যাওয়া ১৮ জনের মধ্যে রাজশাহীর ৬, নাটোর ৪, চাঁপাইনবাগঞ্জেরর ১, পাবনার ৩, কুষ্টিয়ার ১ এবং নওগাঁর ৩ জন আছেন। গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৫৩জন।

বর্তমানে রামেক হাসপাতালে ৫১৩টি করোনা ডেডিকেটেড শয্যার বিপরীতে রোগী ভর্তি আছেন ৪১৮ জন। গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতাল থেকে কোরনা ও উপসর্গ নিয়ে ছুটি হয়ে বাড়ি ফিরেছেন ৪৬ জন।

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]