6004

03/14/2025 সৌদিতে সাত হাজার বছর আগের মানুষ ও প্রাণীর হাড়গোড়

সৌদিতে সাত হাজার বছর আগের মানুষ ও প্রাণীর হাড়গোড়

রাজ টাইমস ডেস্ক

২ আগস্ট ২০২১ ০৭:৫৫

সৌদিতে একটি গুহা থেকে সাত হাজার বছর আগের মানুষ ও প্রাণীর হাড়গোড় উদ্ধার করা হয়েছে। এসব হাড়গোড় প্রায় সাত হাজার বছর ধরে হায়েরারা ওই গুহায় জড়ো করেছে বলে ধারণা করা হচ্ছে। সৌদি আরবের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি গুহা থেকে হাজার হাজার প্রাণী ও মানুষের হাড়গোড় পেয়েছেন বিজ্ঞানীরা। 

বিজ্ঞানীরা সদ্য প্রকাশিত এক গবেষণা পত্রে লিখেছেন, উম্ম জিরসান এলাকার দেড় কিলোমিটার দীর্ঘ ওই গুহায় ঘোড়া, ইঁদুর, উটসহ বিভিন্ন গবাদি পশু এমনকি মানুষের হাড় পর্যন্ত পাওয়া গেছে।

যে গুহায় এসব হাড়গোড় পাওয়া গেছে সেটি এমন একটি প্রাকৃতিক সুরঙ্গ যেখান দিয়ে আগে লাভা প্রবাহিত হতো। লাভা প্রবাহ শেষ হওয়ার কারণে এই সুরঙ্গের হাড়গোড়গুলো নষ্ট হয়নি বলে বিজ্ঞানী স্টুই স্টুয়ার্ট টুইটারে জানিয়েছেন।

সৌদি আরবের উম্ম জিরসানের মতো এলাকায় যেখানে সহজেই হাড়গোড় নষ্ট হয়ে যায়, সেখানে এই আবিষ্কার গবেষণার নতুন দিগন্ত খুলে দিয়েছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]