6045

05/19/2024 রাজশাহীতে কমেছে করোনায় মৃত্যু

রাজশাহীতে কমেছে করোনায় মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

৪ আগস্ট ২০২১ ১৫:৩১

রাজশাহীতে করোনায় কিছুটা মৃত্যু কমেছে। গত ২৪ ঘন্টায় করোনা ইউনিটে ১৪ জনের মৃত্যু হয়েছে। যা গত কয়েকদিনের তুলনায় কিছুটা কম। মৃতদের মধ্যে পুরুষ ৬ ও মহিলা ৮জন। বয়সের দিক থেকে ৩১-৪১ বছর ৩জন ৪১- ৫০ ২জন, ৫১-৬০ ১জন এবং ৬১ বয়সের উর্দ্ধে ৭জন।


করোনা পজেটিভ হয়ে মৃত্যু হয়েছে ৪ জনের বাকিরা লক্ষণ নিয়ে মারা গেছেন। মৃতদের মধ্যে রাজশাহীর ৪ জন নাটোর ৪ জন নওগাঁ ৩জন ও নবাবগঞ্জ, কুষ্টিয়া এবং চুয়াডাঙ্গার ১জন করে।
পিসিঅর টেস্টে করোনা সংক্রমনের হার রাজশাহী ২৪.৯৩ শতাংশ ও চাঁপাই নবাবগঞ্জ ২২.৮৩ শতাংশ।
গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজের করোনা ইউনিটে রোগি ভর্তি হয়েছে ৪৮জন মোট ভর্তি রয়েছেন ৪০২জন। এদর মধ্যে লক্ষণ নিয়ে ভর্তি ১৩৫ জন ও পজেটিভ রয়েছেন ১৮৮ জন।


গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন হাসপাতাল কতৃপক্ষ। এর অগের ২৪ ঘন্টয় ১৯ জনের মৃত্যুর ঘটনা ঘটে। গতদিনের তুলনায় মৃত্যুহার কমেছে রাজশাহীতে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]