6046

03/15/2025 শিবগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল ১৬ বরযাত্রীর

শিবগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল ১৬ বরযাত্রীর

রাজটাইমস ডেস্ক

৪ আগস্ট ২০২১ ২০:১৬

বজ্রপাতে প্রাণ গেল বরযাত্রায় অংশ নেয়া ১৬ ব্যক্তির। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদীতে এমন নির্মম মৃত্যুর ঘটনা ঘটেছে। এ সময় আহত হয়েছেন আরও ৬ জন। আহতদের সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে বৃষ্টির সময় ঘাটে বরযাত্রী অবস্থান করলে এ ঘটনা ঘটে।

প্রাণহানির তথ্যটি নিশ্চিত করেছেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাকিব-আল-রাব্বি।

গণমাধ্যমকে শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেন বলেন, বজ্রপাতের ঘটনায় ১৬ জন মারা যাওয়ার বিষয়টি স্থানীয়ভাবে শুনেছি। তবে কতজন মারা গেছেন এবং আহত হয়েছেন তা এখনো নিশ্চিত নয়। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে বলে জানান তিনি।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]