609

03/14/2025 পুঠিয়ায় শিশুর মরদেহ উদ্ধার

পুঠিয়ায় শিশুর মরদেহ উদ্ধার

রাজটাইমস ডেস্ক

২৩ আগস্ট ২০২০ ২১:৪২

রাজশাহীর পুঠিয়া উপজেলায় এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৩ আগস্ট) সকালে পুঠিয়া পৌরসভার ‘শিবচৌকি পুকুর’ থেকে ওই শিশুর মরদেহটি উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত শিশুটি পৌর এলাকার সর্দারপাড়া মহল্লার বরজাহান আলীর ছেলে আবদুল্লাহ (৭)। সে স্থানীয় একটি ব্রাক স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, গতকাল শনিবার (২২ আগস্ট) বেলা সাড়ে ১০ টার দিকে পুকুর সংলগ্ন রামজীবনপুর এলাকা থেকে আবদুল্লাহ নিখোঁজ হয়। নিখোঁজের পর শিশুটির পরিবার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। পরেরদিন সকালেই তার মরদেহ পুকুরের পানিতে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ শিশু আবদুল্লাহর মরদেহ উদ্ধার করে।

মৃত দেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম জানান, শিশুটির পরিবারের সাথে কথা বলছি। এবিষয়ে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।

এসএইচ

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]