610

03/14/2025 নগরীতে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন

নগরীতে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন

রাজটাইমস ডেস্ক

২৩ আগস্ট ২০২০ ২৩:০০

অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত পত্র প্রত্যাহারের দাবিতে রাজশাহীতে প্রাথমিকের শিক্ষকদের এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৩ আগস্ট) বেলা ১১টার দিকে জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষক মহাজোট রাজশাহী জেলা শাখার আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে তারা দাবি সমেত জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করে।

সংগঠনটির শাখা সভাপতি লিয়াতক কাদির কুমকুমের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে গত ১২ আগস্ট অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত পত্র প্রত্যাহারের আহবান জানিয়ে তারা বলেন, জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন নির্ধারণের জন্য চাকরিকাল গণনা ও অন্যান্য আর্থিক সুবিধাদির প্রাপ্যতায় গত ১২ আগস্ট অর্থ মন্ত্রণালয় একটি পত্র জারি করে। সেই পত্রটি প্রত্যাহারের দাবি জানান  প্রাথমিক শিক্ষক মহাজোটের নেতৃবৃন্দ।

নিজেদের প্রাপ্য অধিকার তারা পায় নি জানিয়ে বলেন, অধিগ্রহণকৃত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক (চাকরি শর্তাদি নির্ধারণ) বিধিমালা ২০১৩ অধিনে ৫০ শতাংশ চাকরিকাল গণনা করে, জ্যৈষ্ঠতা, পদন্নতি সিলেকশন গ্রেড এবং প্রযোজ্য টাইমস্কেল, প্রাপ্যতার কথা থাকলেও তা প্রদান করা হচ্ছে না।

এ সময় অর্ধ শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।

এসএইচ

 

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]