04/04/2025 কর্মীর মায়ের মৃত্যুতে শোকপ্রকাশ
নিজস্ব প্রতিবেদক
৮ আগস্ট ২০২১ ০০:২২
বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরী শাখার কর্মী জাহেদি হাসান রিপনের মা ও জামায়াতের সূধী মিসেস মোসলেমা খাতুন (৬৯) মৃতুতে শোক প্রকাশ করেছে দলটি।
বৃহস্পতিবার (৫ আগস্ট) দুপুর ২টার সময় রাজশাহীর একটি বেসরকারী ক্লিনিকে তিনি ইন্তেকাল করেন।
শুক্রবার (৬ আগস্ট) মরহুমার মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর আমির মাওলানা ড. কেরামত আলী ও সেক্রেটারী ইমাজ উদ্দিন মন্ডল।
বৃহস্পতিবার রাত ১০টায় টিকাপাড়া ঈদগাহ ময়দানে মরহুমার জানাজা পূর্ব বক্তব্য রাখেন, রাজশাহী মহানগরী জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক অধ্যাপক সারওয়ার জাহান প্রিন্স, কারী মাওলানা আশরাফুল ইসলাম।
জানাজায় উপস্থিত ছিলেন মহানগরীর জামায়াতের সমাজ কল্যাণ সেক্রেটারী অধ্যাপক মাইনুল ইসলামসহ প্রমুখ নেতৃবৃন্দ।
মৃত্যুকালে তিনি স্বামী, দু’সন্তানসহ অনেক গুণগ্রাহী রেখে জান। জানাজা শেষে মরহুমাকে টিকাপাড়া গোরস্থানে দাফন করা হয়।
এসকে