613

04/04/2025 নবরূপে আসছে ফেসবুক

নবরূপে আসছে ফেসবুক

রাজটাইমস ডেস্ক

২৪ আগস্ট ২০২০ ০১:০৫

নতুনরূপে আত্মপ্রকাশ করতে যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। তবে নতুন এই সংস্করণটি দেখা যাবে শুধু কম্পিউটার বা ডেস্কটপ ভার্সনে।

এখন থেকে সাইটির ব্যবহারকারীরা তাদের ল্যাপটপ বা ডেস্কটপ থেকে লগইন করলে ফেসবুক আপডেট করে নেয়ার জন্য পপ-আপ নোটিফিকেশন পাচ্ছেন প্রায় সব ব্যবহারকারী। আর সেপ্টেম্বরে ক্ল্যাসিক সংস্করণ পুরোপুরিভাবে বিদায়ের বার্তা দেয়া হচ্ছে। অর্থাৎ সেপ্টেম্বর থেকে সবাইকেই নতুন সংস্করণ ব্যবহার করতে হবে।

নতুন এই সংস্করণে ল্যাপটফে সাইটটির ডার্ক মুড চালু করতে পারবে ব্যবহারকারীরা। যদিও ফেসবুকের মোবাইল সংস্করণে এরই মধ্যে ডার্ক মুড চালু আছে। এছাড়া যারা এখনও ফেসবুকের নতুন সংস্করণ পছন্দ করছেন না, তারা অপশনে গিয়ে পুরনো সংস্করণ ব্যবহার করতে পারবেন। তবে সেপ্টেম্বর পর্যন্ত থাকছে এ সুযোগ।

নিজেদের নতুন এই সংস্করণ দ্রুত লোড করা হবে জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। তারা জানিয়েছে ব্যবহারকারীদের আরও উন্নত অভিজ্ঞতা দিতে ক্ল্যাসিক সংস্করণকে বিদায় জানাচ্ছে তারা। নতুন সংস্করণে ফেসবুক দ্রুত লোড হবে। এছাড়া থাকবে ডার্ক মুড ব্যবহারের সুযোগ, যার ফলে ব্যবহারকারীর চোখের ওপর চাপ কম পড়বে।

খবর-যুগান্তর
এসএইচ

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]