6139

09/19/2024 মার্কিন হামলা সত্ত্বেও তিনদিনে তিন প্রাদেশিক রাজধানী দখল তালেবানের

মার্কিন হামলা সত্ত্বেও তিনদিনে তিন প্রাদেশিক রাজধানী দখল তালেবানের

রাজ টাইমস

৯ আগস্ট ২০২১ ০১:৩৩

মার্কিন যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমানের মুহুর্মুহু হামলা সত্ত্বেও মাত্র তিনদিনে আফগানিস্তানের তৃতীয় প্রাদেশিক রাজধানী নিয়ন্ত্রণে নিয়েছে তালেবান সশস্ত্র যোদ্ধারা। সর্বশেষ উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশের কুন্দুজ শহর দখলে নিয়েছে তারা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার খবরে এ কথা জানানো হয়েছে। এর আগে ২০১৫ ও ২০১৬ সালে কুন্দুজ প্রদেশের দখল নিয়েছিল তালেবান।

রোববার এক বিবৃতিতে তালেবান জানায়, কুন্দুজের প্রাদেশিক রাজধানী শহরে গভর্নরের কার্যালয়, পুলিশ হেডকোয়ার্টার ও কারাগারের দখল নিয়েছে তারা।

তালেবান জানায়, টানা তৃতীয় দিনে তৃতীয় প্রাদেশিক রাজধানী নিজেদের দখলে নিয়েছে সশস্ত্র সংগঠনটি।

কুন্দুজের স্থানীয় লোকজনের বরাত দিয়ে আলজাজিরা এ খবরের সত্যতা জানিয়েছে। এ ছাড়া গতকাল শনিবার নিমরোজ এবং আগেরদিন শুক্রবার জাওজান প্রদেশের রাজধানীর দখল নেয় তালেবান।

এর আগে শনিবার ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয় প্রাদেশিক রাজধানীর দখল নেয় তালেবান যোদ্ধারা। সরকারি বাহিনীর সঙ্গে এক সপ্তাহের লড়াইয়ের পর শনিবার জাওঝান প্রদেশের শেবেরগান শহরটির নিয়ন্ত্রণ নেয় তারা।

আগের দিন তালেবান যোদ্ধারা ইরান সীমান্তবর্তী নিমরোজ প্রদেশের প্রাদেশিক রাজধানী জারাঞ্জ দখল করে নেয়।

প্রায় দুই দশকের সংঘাতের পর মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক বাহিনী প্রত্যাহারের সময় তালেবান যোদ্ধারা ব্যাপক লড়াই শুরু করে। ইতোমধ্যে তারা দেশটির অধিকাংশ এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে।

তালেবান বর্তমানে গ্রামীণ জনপদের বিস্তৃত এলাকা নিয়ন্ত্রণ করছে। তারা হেলমান্দ প্রদেশের রাজধানী লস্করগাহ’র অধিকাংশ এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে। হেরাত ও কান্দাহারসহ বিভিন্ন নগরীতে সরকারি বাহিনীকে কোণঠাসা করে ফেলেছে।

সূত্র : আল জাজিরা/এএস

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]