616

04/11/2025 রাজশাহীতে স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদন্ড

রাজশাহীতে স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদন্ড

রাজটাইমস ডেস্ক

২৪ আগস্ট ২০২০ ২১:০৮

রাজশাহীতে স্ত্রী হত্যা মামলায় আসামী স্বামীকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে বিচারক আকবর আলী শেখের রাজশাহীর জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালে এই রায় ঘোষণা করা হয়। একই সাথে আসামীকে ২০ হাজার টাকা জরিমানা করে আদালত।

দন্ডিত ব্যক্তি রাজশাহীর মোহনপুর উপজেলার তশোপাড়া গ্রামের আবদুর রহমান।

আবদুর রহমানের স্ত্রী রশিদা বিবিকে (৪৫) ২০১৪ সালের ১৯ অক্টোবর খুন করা হয়। পরে পুলিশ বাড়ির পাশের ডোবা থেকে তার স্ত্রী মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় রশিদা বিবির ভাই মনসুর রহমান স্বামীকে আসামী করে মোহনপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।

আবদুর রহমানের অপরাধ সন্দেহাতীতভাবে প্রমানিত হওয়ায় আদালত এ রায় দিয়েছেন বলে জানান মামলাটির রাষ্ট্রপক্ষের আইনজীবী মকবুল হোসেন খান। তিনি জানান, ২০১৪ সালের ১৮ অক্টোবর দিবাগত রাতে আসামি আবদুল রহমান পারিবারিক কলহের জের ধরে তার স্ত্রী রাশেদা বিবিকে মাথায় আঘাত করে হত্যা করেন।

রায় প্রদানের পর তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

  • এসএইচ

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]