617

04/15/2025 সাংসদ মানসুরকে ঢাকায় স্থানান্তর

সাংসদ মানসুরকে ঢাকায় স্থানান্তর

রাজটাইমস ডেস্ক

২৪ আগস্ট ২০২০ ২১:৪৫

উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে করোনাভাইরাসে আক্রান্ত রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য প্রফেসর ডা. মনসুর রহমানকে ঢাকায় নেয়া হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) সকালে বাংলাদেশ বিমান বাহিনীর বিশেষ হেলিকপ্টারে তাকে ঢাকায় নেয়া হয়।

সাংসদ মনসুরকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন ব্যক্তিগত সহকারি শফিকুল ইসলাম।

সাংসদ মনসুর গত ২২ আগস্ট করোনাভাইরাসে আক্রান্ত হন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে ২৩ আগস্ট তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভিআইপি কেবিন-১ এ আইসোলেশনে রাখা হয়।

বর্তমানে তার কাশি ছাড়া আর কোন উপসর্গ নেই বলে জানিয়েছেন শফিকুল ইসলাম। তবে তিনি শারীরিকভাবে খুব দুর্বলতা বোধ করছেন।

  • এসএইচ

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: rajtimes24@gmail.com; info@rajtimes24.com