6182

05/21/2024 নাটোরে `রাজাকার' বলা নিয়ে পাল্টাপাল্টি মামলা

নাটোরে `রাজাকার' বলা নিয়ে পাল্টাপাল্টি মামলা

নাটোর প্রতিনিধি

১২ আগস্ট ২০২১ ০২:৩২

নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের এমপি শফিকুল ইসলাম শিমুলের পিতাকে রাজাকার বলায় মামলা দায়েরের পরের দিন এমপি শিমুল পন্থি স্বেচ্ছাসেবক লীগের সাবেক তিন নেতার বিরুদ্ধে মানহানী ও তথ্য প্রযুক্তি আইনে মামলা করা হয়েছে। বুধবার দুপুরে মামলটি করেছেন নাটোর জেলা স্বেচ্ছাসেবক লীগের বর্তমান সভাপতি অ্যাডভোকেট ইসতিয়াক আহমেদ ডলার। মামলায় স্বেচ্ছাসেবক লীগের জেলা কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক আহমেদ সেলিম, শহর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মলয় রায় এবং শহর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান শুভকে বিবাদী করা হয়েছে। আদালতে মামলার বাদী বলেন, গত ২২ জুলাই বিকেলে শহরের ভবানীগঞ্জ মোড় এলাকায় মেহেদি হাসান শুভ’র ব্যক্তিগত অফিসে তার মরহুম পিতাকে রাজাকার বলে সম্বোধন করা হয় এবং সেটি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়। এর দুদিন পর ২৪ জুলাই সকালে নাটোর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে প্রধান অভিযুক্ত আহম্মেদ সেলিম তার পিতাকে রাজাকার বলে আবারো সকলের সামনে বক্তব্য রাখেন। পরের দিন নব গঠিত স্বেচ্ছাসেবক লীগের জেলা কমিটির সংবাদ সম্মেলনে দুটি বই উপস্থাপন করে নাটোরের রাজাকারের তালিকা দেখিয়ে এমপি শিমুলের পিতাকে রাজাকার বলা হয়। এঘটনায় এমপি শিমুলের ছোট ভাই সাজেদুল ইসলাম সাগর বইটির লেখক রাজশাহী মহানগর ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সভাপতি, গবেষক ড. সুজিত কুমার সরকার এবং নাটোর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ স¤পাদক শফিউল আযম স্বপনকে আসামী করে নাটোরের আদালতে মঙ্গলবার মানহানীর মামলা দায়ের করেন। বুধবার একই আদালতে শিমুল পন্থি স্বেচ্ছাসেবক লীগের সাবেক তিন নেতার বিরুদ্ধে মানহানী ও তথ্য প্রযুক্তি আইনে মামলা করেছেন স্বেচ্ছাসেবক লীগের বর্তমান সভাপতি অ্যাডভোকেট ইসতিয়াক আহমেদ ডলার।
 
মামলা গ্রহন করে নাটোরের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক এ এফ এম গোলজার রহমান আগামী ২ সেপ্টেম্বরের মধ্যে র‌্যাব-৫ এর কোম্পানী কমান্ডারকে মামলার তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দিয়েছেন। গত ২০ জুলাই থেকে নাটোরের ৫ এমপি, জেলা আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের মধ্যে যে প্রকাশ্য বিরোধ চলে আসছিল তা এবার আদালতে গড়ালো বলে মন্তব্য করেছেন নাটোরের বিশিষ্টজনেরা।
 
 
 
এসকে
 
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]