6184

09/24/2024 চাঁপাইনবাবগঞ্জে বারোমাসি নতুন জাতের আমের সন্ধান

চাঁপাইনবাবগঞ্জে বারোমাসি নতুন জাতের আমের সন্ধান

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

১২ আগস্ট ২০২১ ০২:৪৯

বারোমাসি নতুন জাতের আম ‘স্যান্ডির’ দেখা মিলেছে আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের রোকনপুর গ্রামে। এই আমগাছের বৈশিষ্ট হচ্ছে বছরের প্রতিদিনই গাছগুলোতে মুকুলের দেখা মেলে। বাজারে আমের সময়ে যে সমস্ত জাতের আম পাওয়া যায় সে আমগুলোর স্বাদের দিক দিয়ে এর স্বাদ অনন্য। কিন্তু একটা নির্দিষ্ট সময়েই এ আম পাওয়া যায়। তবে এর ফলন খুব বেশি। এর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে একসাথে গাছে আমফল ও মুকুল ধরে।

গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের রোকনপুর গ্রামের আমচাষী নাজমুল হক জানান, প্রায় ১০ বছর আগে তার এক আত্মীয়ের মাধ্যমে বিদেশি জাতের এ গাছের চারা পাওয়া গিয়েছিল এবং কয়েক একর জমিতে আমবাগান ও নার্সারী করে আমফল বিক্রি ছাড়াও গাছের চারা তৈরী একটি চারা ৫’শ টাকা দরে বিক্রি করছেন। নিজে এই আমের জাতের নাম না জানলেও স্থানীয় কৃষি বিভাগ আমের নাম স্যান্ডি বলে জানিয়েছে। গাছগুলোর বৈশিষ্ট্য হচ্ছে, প্রতিদিনই মুকুল ফুটে আর একটি থোকায় অনেকগুলো আম আসে, আমের ভেতর আঁশ নেই, খেতে খুবই সুস্বাদু ও মিষ্টি। এর ওজন প্রায় ৫’শ থেকে সাড়ে ৬’শ গ্রাম পর্যন্ত হয়ে থাকে। আমের আবরণ খুব পাতলা এবং আমের রং হলদে হলে খাওয়ার উপযোগী হয়ে উঠে।

তিনি আরো বলেন, আমগুলো পরিপক্কতা পেতে ক্ষিরসাপাত ও গোপালভোগ আমের মত সময় লাগে।

এ প্রসঙ্গে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সীমা কর্মকার জানান, কৃষক নাজমুল হকের বাগানে যে আমগুলো রয়েছে তার বৈশিষ্ট হচ্ছে একটা থোকায় লিচুর মতো অনেকগুলো আম ধরে। আর প্রতিদিনই মুকুল আসে। একটি মুকুল ভেঙ্গে ফেললে সেটি আবার হয়।

এদিকে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মুহাম্মদ নজরুল ইসলাম জানান, পাশ্ববর্তী দেশ ভারত থেকে আমচাষী নাজমুল হক পরীক্ষামূলকভাবে গাছের চারাটি রোপণ করে ভাল সাড়া পেয়েছেন। আমের ফলন ও পারিপার্শ্বিকতা বিবেচনা করে স্থানীয়ভাবে এ আমের নাম দেয়া হয়েছে স্যান্ডি। আমচাষীরা এ জাতের আম চাষ করলে আশানুরুপ ফল পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]