6188

03/15/2025 রাজশাহীতে করোনায় মৃত্যু সিঙ্গেল ডিজিটে নেমে এসছে

রাজশাহীতে করোনায় মৃত্যু সিঙ্গেল ডিজিটে নেমে এসছে

নিজস্ব প্রতিবেদক

১২ আগস্ট ২০২১ ১৫:২৬

রাজশাহীতে করোনায় মৃত্যু সিঙ্গেল ডিজিটে নেমে এসছে। এক মাসের মধ্যে এটি সর্বনিম্ন মৃত্যুহার।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গেল ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়। এটিই এ মাসে সর্বনিম্ন মৃত্যু।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃতদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৫ জন ও উপসর্গে ৩ জন মারা গেছেন। নেগেটিভ হওয়ার পরেও অন্য জটিলতায় ১ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে মারা যাওয়া ৯ জনের মধ্যে রাজশাহীর ১, পাবনা ২, নওগাঁ ১, চাঁপাইনবাবগঞ্জ ১, নাটোরের ২ জন এবং কুষ্টিয়া ও মেহেরপুরের ১জন করে আছেন।
রামেক হাসপাতালের পরিচালক আরও জানান, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ৩৭ জন। এদর মধ্যে পজেটিভ ৫জন, নেগেটিভ ১জন। বর্তমানে রামেক হাসপাতালে ৫১৩টি করোনা ডেডিকেটেড শয্যার বিপরীতে রোগী ভর্তি আছেন ৩৪২ জন।

এম এস ইসলাম

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]