6205

03/15/2025 দুর্ঘটনার ভয়ে কোলের শিশুকে নিয়ে পদ্মায় ঝাঁপ মায়ের

দুর্ঘটনার ভয়ে কোলের শিশুকে নিয়ে পদ্মায় ঝাঁপ মায়ের

রাজটাইমস ডেস্ক

১৩ আগস্ট ২০২১ ২৩:১৪

বাস দুর্ঘটনার ভয়ে ফেরির পন্টুন থেকে নিজেকে বাঁচাতে কোলের চার বছরের কন্যাশিশুকে নিয়ে পদ্মা নদীতে ঝাঁপ দিয়েছেন রোকসানা বেগম (২৯) নামের এক নারী। 

তবে তাৎক্ষণিক তাদের উদ্ধার করেছেন স্থানীয়রা। বর্তমান মা ও শিশু দুজনেই সুস্থ রয়েছেন বলে জানা গেছে।

শুক্রবার সকাল ৯টার দিকে রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ার ৫নং ঘাটে ‘শাহ আলী’ ফেরিতে উঠার সময় এ ঘটনা ঘটে। 

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের স্টাফ মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

রোকসানা বেগম মাগুরার শ্রীপুর উপজেলার হোচা ইছাপুর গ্রামের হাসানুজ্জামানের স্ত্রী। তার শিশু সন্তানের নাম মেহরাব হোসেন (৪)। 

মনির হোসেন বলেন, ওই নারী তার শিশুকে কোলে নিয়ে স্বামীর সঙ্গে ফেরিতে উঠার জন্য পন্টুন দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় দূরপাল্লার হানিফ পরিবহনের একটি বাস ফেরিতে উঠার জন্য পন্টুনে পৌঁছলে ওই নারী তখন ভয়ে তার কোলের শিশুকে নিয়ে নদীতে ঝাঁপ দেন। বিষয়টি দেখার সঙ্গে সঙ্গেই নদীতে ঝাঁপ দিয়ে তাদের দুজনকে ধরে ফেলি। তার স্বামীও নদীতে ঝাঁপ দেন। পরে তাদেরকে সুস্থভাবে উদ্ধার করতে সক্ষম হই। 

তিনি বলেন, বর্তমানে আল্লাহর রহমতে মা ও শিশু দুজনেই সুস্থ্য আছেন এবং তারা ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]