6219

08/02/2025 সেতু দেবে যোগাযোগ বন্ধ

সেতু দেবে যোগাযোগ বন্ধ

রাজ টাইমস

১৪ আগস্ট ২০২১ ২২:৪৮

অতিরিক্ত বালুবোঝাই ট্রাকের অবাধ চলাচল ও সেতুর পাশ থেকে মাটি খননের ফলে সিরাজগঞ্জের কাজিপুরের বরইতলা-উদগাড়ী-মাথাইলচাপড় সড়কের একটি সেতু দেবে গেছে। শনিবার (১৪ আগস্ট) সকাল ৯টা থেকে সেতুটিতে ফাটল ধরে। একপর্যায়ে দেবে গিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এদিকে গুরুত্বপূর্ণ রাস্তাটি বন্ধ হওয়ায় ভোগান্তিতে পড়েছে স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই সেতুর ওপর দিয়ে দিন-রাতে অতিরিক্ত বালুবোঝাই ট্রাক চলাচল করে। আজ সেতুটিতে ফাটল ধরা অবস্থায় কয়েকটি বালুবোঝাই ট্রাক পারাপার হয়। একপর্যায়ে সেতুটির এক অংশ দেবে যায়।

এদিকে, কিছুদিন আগে জলাবদ্ধতা দূরীকরণে খাল খননের কাজ শুরু করে উপজেলা প্রশাসন। ওই সেতুটির নিচেও খনন কাজ চালানো হয়। এর ফলে সেতুর নিচ থেকে মাটি সরে যায়। গত কয়েকদিনের ভারি বর্ষণে ওই খালে পানি প্রবাহ বেড়ে যায়।

কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকী বলেন, আমরা খবর পেয়েছি। ইঞ্জিনিয়ারকে বিষয়টি জানানো হয়েছে। দ্রুতই সেখানে বিকল্প রাস্তা করে দেওয়া হবে।

সূত্র: কালের কন্ঠ/এএস

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: rajtimes24@gmail.com; info@rajtimes24.com