622

04/04/2025 শিক্ষার্থীদের স্বল্পমূল্যে ল্যাপটফ কেনার সুযোগ

শিক্ষার্থীদের স্বল্পমূল্যে ল্যাপটফ কেনার সুযোগ

রাজটাইমস ডেস্ক

২৫ আগস্ট ২০২০ ০০:৫৩

বৈশ্বিক মহামারী করোনাভাইরাস প্রাদুর্ভাব পরিস্থিতিতে শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে সবচেয়ে বড় ল্যাপটফ বা স্মার্টফোনের সংকট।

শিক্ষার্থীদের এই সমস্যা নিরসনে অনেকটা সহায়ক ভূমিকা নিয়ে পাশে দাঁড়িয়েছে সিস্টেমআই টেকনোলজিস লিমিটেড।

প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের অনলাইনে ক্লাসের জন্য মাত্র ৯৯৯৯ টাকায় ডেস্কটপ এবং ২৬ হাজার ৮০০ টাকায় ল্যাপটপ বিক্রির ঘোষণা দিয়েছে।

রোববার (২২ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি সাশ্রয়ী মূল্যের কম্পিউটার ও ল্যাপটপ বিক্রির ঘোষণা দেয়।

৯৯৯৯ টাকার পিসিগুলোতে থাকবে ২.২০ গিগাহার্জের কোর-২ ডুয়ো প্রসেসর, ২ গিগাবাইট র‌্যাম, ৩২০ গিগাবাইট হার্ডডিস্ক, ওয়াইফাই অ্যাডাপটার ও ১৭ ইঞ্চির একটি এলইডি মনিটর।

পণ্যের সেবাকেই বেশী গুরুত্বে চোখে দেখন বলে জানান প্রতিষ্ঠানটির হেড অব অপারেশন মাসুম বিল্লাহ। তিনি বলেন, আমরা প্রায় ৮ বছর ধরে বাজেট ল্যাপটপ ও ডেস্কটপ পিসি সরবরাহ করে আসছি। পণ্যের বিক্রয়োত্তর সেবা ও সঠিক মূল্যের ব্যাপারে আমরা বিশেষ গুরুত্ব দেই।

ঢাকার বাইরের শিক্ষার্থীদের ও রয়েছে ল্যাপটফ বা পিসি কেনার সুযোগ।প্রত্যেক পণ্যের ওয়ারেন্টি থাকবে ১-৩ বছর। ঢাকা এবং ঢাকার বাইরে থেকে হোম ডেলিভারি পাওয়া যাবে। এ সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে www.systemeye.net এ ঠিকানায়।

  • এসএইচ
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]