6230

03/16/2025 প্রফেসর এবনে গোলাম সামাদ আর নেই

প্রফেসর এবনে গোলাম সামাদ আর নেই

নিজস্ব প্রতিবেদক

১৫ আগস্ট ২০২১ ১৮:৫১

বিশিষ্ট লেখক কলামিস্ট প্রফেসর এবনে গোলাম সামাদ আর নেই। তিনি আজ রোববার সকাল পোনে এগারোটায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন।

মৃতু‌্যকালে তাঁর বয়স হয়েছিলো প্রায় ৯৪ বছর। তিনি রাজশাহী বিশ্ববিদ‌্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রফেসর ছিলেন। তিনি বেশকিছুদিন ধরে করোনা আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ ও পরে বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেন, শারিরিক অবস্থার কিছুটা উন্নতি হলে বাড়িতেই ছিলেন। অজ সকালে শারিরিক অবস্থার কিছুটা অবনতি হলে ১০টা ৪০ মিনিটে রাজশাহী মেডিকেল কলেজে নিয়ে গেলে কর্তব‌্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তবে তাঁকে চিকিৎস করোনামুক্ত বলে জানান।


এবনে গোলাম সামাদের বড় সন্তান শাহরিয়ার সামাদ রাজটাইমসকে এ তথ‌্য নিশ্চিত করেন। এছাড়াও তিনি জানান আজ বিকেল সোয়া পাঁচটায় রাজশাহী বিশ্ববিদ‌্যালয় কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে বিশ্ববিদ‌্যালয় গোরস্থানে দাফন করা হবে। মুতু‌্যকালে তিনি ৪ ছেলে ২ মেয়ে ও স্ত্রীসহ লেখক ও পাঠক মহলে অসংখ‌্য ভক্ত রেখে গেছেন।

এম এস ইসলাম

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]