6234

03/14/2025 নাইজেরিয়ায় সন্ত্রাসী হামলায় নিহত ২২

নাইজেরিয়ায় সন্ত্রাসী হামলায় নিহত ২২

রাজটাইমস ডেস্ক

১৫ আগস্ট ২০২১ ২২:০৪

নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় প্লাটিউ রাজ্যে শনিবার মুসলিম সম্প্রোদায়ের ৯০ ব্যক্তিকে বহনকারী একটি গাড়ি বহরে সন্দেহভাজন খ্রিস্টান মিলিশিয়ার ভয়াবহ হামলায় কমপক্ষে ২২ জন নিহত হয়েছেন। পুলিশ একথা জানায়।

নাইজেরিয়ার উত্তরপশ্চিম ও মধ্যাঞ্চলে প্রাকৃতিক সম্পদ, পানি ও ভূমির নিয়ন্ত্রণ নিয়ে প্রধানত মুসলিম যাযাবর রাখাল ও খ্রিস্টান কৃষকদের মধ্যে বছরের পর বছর ধরে সহিংস ঘটনা ঘটছে।

পুলিশ জানায়, তাদেরকে সকালে ফোন করে জানানো হয় যে প্রধানত খ্রিস্টান মিলিয়াদের একটি গ্রুপ মুসলিম অনুসারীদের পাঁচটি গাড়ির একটি বহরে হামলা চালিয়েছে।

পুলিশ মুখপাত্র উবাহ ওগাবা এক বিবৃতিতে বলেন, সেখানে ভয়াবহ এ হামলায় ২২ জন নিহত ও ১৪ জন আহত হয়েছেন। তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে ২১ জনকে উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় প্রাণে বেঁচে যাওয়া মোহাম্মাদ ইব্রাহিম জানান, প্লাটিউ রাজ্যের রাজধানী জোসের উপকণ্ঠে রুকুবা সড়কে এ হামলা চালানো হয়। তিনি জানান, ইসলামি নতুন বছর উদযাপনের একটি অনুষ্ঠানে অংশ নেয়ার পর বাউচি রাজ্য থেকে তারা ফেরার পথে এ হামলার শিকার হন।

 

সূত্র : বাসস

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]