6240

03/16/2025 রামেক হাসপাতালের করোনা ইউনিটে আজ মৃত্যু ১২

রামেক হাসপাতালের করোনা ইউনিটে আজ মৃত্যু ১২

রাজ টাইমস

১৬ আগস্ট ২০২১ ০১:০৯

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় ১২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ছয় জন পুরুষ ও ছয় জন নারী। আজ রোববার সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, '১২ জনের মধ্যে পাঁচ জনের বাড়ি রাজশাহীতে, দুই জন নাটোর, দুই জন নওগাঁ, দুই জন চাঁপাইনবাবগঞ্জ ও একজন পাবনার বাসিন্দা। এদের মধ্যে সাত জন কোভিড-১৯ পজিটিভ ছিলেন। বাকিরা উপসর্গ নিয়ে মারা গেছেন। করোনায় মারা যাওয়া সাত জনের মধ্যে চার জন রাজশাহী, দুই জন নাটোর ও একজন পাবনার বাসিন্দা।'

শামীম ইয়াজদানী আরও জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আরটি-পিসিআর ল্যাবে ৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে করোনায় আক্রান্ত ২৩ জনকে শনাক্ত করা হয়েছে। মেডিকেল কলেজ ল্যাবে ১৮৪টি নমুনা পরীক্ষা করে ৩৭ জনকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে রাজশাহীর ১১৯টি নমুনা পরীক্ষা করে ১৮ জন ও চাঁপাইনবাবগঞ্জের ৬১টি নমুনা পরীক্ষা করে ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

নাটোরের দুটি ও জয়পুরহাটের দুটি নমুনা পরীক্ষার ফলাফলে দেখা যায়, তারা কেউ করোনায় আক্রান্ত ছিলেন না। পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে শনাক্তের হার ১৯ দশমিক ২৪ শতাংশ ও চাঁপাইনবাবগঞ্জে ১৩ দশমিক ১৪ শতাংশ।

হাসপাতাল সূত্র জানিয়েছে, রামেক হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৫ জন রোগী ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন ৩৩ জন। এর আগে ৫১৩টি শয্যার বিপরীতে ভর্তি ছিলেন ৩৩০ জন। বর্তমানে মোট ৩১৪ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সূত্র: দ্য ডেইলি স্টার / এএস

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]