625

03/13/2025 শিক্ষা প্রতিষ্ঠান খোলার সময় এখনও হয়নি

শিক্ষা প্রতিষ্ঠান খোলার সময় এখনও হয়নি

রাজ টাইমস ডেস্ক

২৫ আগস্ট ২০২০ ০৫:২৪

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সোমবার বলেছেন, এখনও দেশের শিক্ষা প্রতিষ্ঠান খোলার সময় হয়নি।

সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার সাপ্তাহিক সভার সিদ্ধান্ত সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘স্কুল, কলেজ এখনো খোলার মতো সময় এসেছে বলে আমার মনে হচ্ছে না।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ সভা হয়।

এইচএসসি পরীক্ষা স্থগিতের বিষয়ে জানতে চাইলে আনোয়ারুল ইসলাম বলেন, ‘এইচএসসি ও অন্যান্য পরীক্ষা নিয়ে শিক্ষা মন্ত্রণালয় আলোচনা করেছে। তারা পরীক্ষার বিষয়টি দেখবে।’

‘সবকিছু ‍বিবেচনা করে তারা কুইকলি একটা সিদ্ধান্ত নেবে। তবে পরীক্ষার বিষয়ে উনারা খুব স্ট্রংলি চিন্তা-ভাবনা করছেন,’ যোগ করেন মন্ত্রিপরিষদ সচিব।

গত ১৬ মার্চ, মহামারি করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে সারাদেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৯৮৩ জনে দাঁড়িয়েছে।

এছাড়া, নতুন করে ২ হাজার ৪৮৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ২ লাখ ৯৭ হাজার ৮৩ জনে।

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]