03/16/2025 ভোলাহাটে জাতীয় শোক দিবস পালিত
ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
১৬ আগস্ট ২০২১ ০২:২৪
ভোলাহাট উপজেলা প্রশাসনের আয়োজনে পালিত হল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস। নানা কর্মসূচীর মধ্যদিয়ে দিবসটি পালিত হয়।
১৫ আগষ্ট রবিবার সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারী-বেসরকারীসহ বিভিন্ন প্রতিষ্ঠান ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা। সকাল ৭টায় উপজেলা পরিষদ খেলার মাঠে জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পমাল্য অপর্ণ। সুবিধা মত সময়ে দিন ব্যাপী নানা অনুষ্ঠান।
বেলা ১১টার সময় উপজেলা পরিষদ মিলনায়তনে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মেহেদী ইসলামের সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রাব্বুল হোসেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহবুবুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ গরিবুল্লাহ দবির, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নুরুল হক ও উপজেলা আলীগ সহসভাপতি মোঃ আইয়ুব আলী মন্ডল।