6252

03/16/2025 বাঘায় অস্ত্রসহ তিন ডাকাত গ্রেফতার

বাঘায় অস্ত্রসহ তিন ডাকাত গ্রেফতার

বাঘা (রাজশাহী) প্রতিনিধি

১৬ আগস্ট ২০২১ ০২:৩৮

রাজশাহীর বাঘা সীমান্ত এলাকার পদ্মার চরাঞ্চল থেকে একটি দেশীয় পিস্তল, একটি পাইপগান, দু’নল বিশিষ্ট একটি বন্ধুক, তিন রাউন্ড গুলি এবং একটি নৌকা সহ তিন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (১৫ আগষ্ট) সকাল ১০ টায় চরাঞ্চলের লক্ষী নগর থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার ফরাক ডাঙ্গা গ্রামের মৃত সোলেমান মন্ডলের ছেলে মোমিন মন্ডল (২৫), একই উপজেলার ফিলিপ নগর গ্রামের বাবু প্রামানিকের ছেলে মিঠুন (২২) ও এনামুল সর্দারের ছেলে তুহিন সর্দার (২৪)।

থানা সূত্রে জানা যায়, আটককৃত ডাকাত দল একটি নৌকা এবং দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে মাঝে মধ্যে কুষ্টিয়ার দৌলতপুর সীমানা পেরিয়ে বাঘার পদ্মা নদী এলাকায় প্রবেশ করে ইজারা নেয়া বালি (মহল) উত্তোলন কারীদের কাছ থেকে মোটা অংকের চাঁদা নেয়া সহ দিনে দুপুরে চরাঞ্চলে ডাকাতির ঘটনা ঘটায়। এসব ডাকাতদের যানবাহন হিসাবে রয়েছে শক্তিশালী ট্রলার বিশিষ্ট নৌকা।

এদিকে রবিবার সকাল ১০ টায় বাঘার লক্ষী নগর মোল্লাপাড়া গ্রামের বারেক মোল্লার বসত বাড়ীর বাহিরে একটি কাঁঠাল গাছেন নিচে ছিনতাই অথবা ডাকাতির উদ্দেশ্যে অবস্থান নেয় অস্ত্রধারী তিন ডাকাত। গোপন সংবাদের ভিত্তিতে এ খবরটি জানতে পান বাঘা থানার উপ-পরিদর্শক (এস.আই) রবিউল ইসলাম । তিনি একদল সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে পৌঁছান এবং অস্ত্র সহ তাদের গ্রেফতার করে থানায় নিয়ে আসেন।

বাঘা থানা অফিসার ইনচার্জ(ওসি) সাজ্জাদ হোসেন (সাজু) জানান, পদ্মার চরাঞ্চল গ্রাম গুলো ফাঁকা এলাকা। এখানে বিগত সময়ে দিনে দুপুরে ডাকাতি হওয়ার নজির রয়েছে। আমরা যে তিন জনকে আটক করেছি তাদের নামে বিভিন্ন থানায় মাদক, চোরাচালান, ছিনতাই ও ডাকাতি মামলা রয়েছে।

চারঘাট সার্কেলের সিনিয়ার (এএসপি) প্রনব কুমার স্থানীয় গনমাধ্যম কর্মীদের বলেন, বাঘা থানা পুলিশ জীবনের ঝুকি নিয়ে অস্ত্রধারী যে তিনজন ডাকাতকে গ্রেফতার করেছে এজন্য তারা প্রশংসার দাবিদার। আমি গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদ করছি। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]