04/04/2025 জাতি তার শ্রেষ্ঠ সন্তানকে হারালো-শত নাগরিক
নিজস্ব প্রতিবেদক
১৬ আগস্ট ২০২১ ২২:৫৭
জাতির অবিভাবক তুল্য ব্যক্তিত্ব, দেশের প্রবীণতম বুদ্ধিজীবী, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বরেণ্য শিক্ষাবিদ, কলামিস্ট, বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. এবনে গোলাম সামাদের এর ইন্তিকালে গভীর শোক জানিয়েছেন রাজশাহীর বিশিষ্ট ব্যক্তিবর্গ।
শত নাগরিক রাজশাহী শাখার আহবায়ক প্রফেসর ড.আব্দুর রহমান সিদ্দীকী এবং সদস্য-সচিব প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ স্বাক্ষরিত এক শোক বার্তায় বলা হয়েছে, বিচিত্র জ্ঞানের সমাহার ঘটেছিল এ মনীষীর মাঝে। এদেশের জ্ঞান চর্চাকে অনেক উঁচুতে নিয়ে গেছেন তিনি। জাতীয় সংকটকালে অকপটে সত্য বলে তিনি অবিভাবকের মতো ভূমিকা রেখেছেন। তাঁর মৃত্যুতে যে শূণ্যতার সৃষ্টি হলো তা সহজে পূরণ হবার নয়। জাতির বর্তমান সংকটকালে তাঁর মতো একজন দেশপ্রেমিক, প্রজ্ঞাবান ব্যক্তিত্বের বড়ই প্রয়োজন ছিল। তাঁর অবদান জাতি কৃতজ্ঞভরে স্মরণ করবে। বিবৃতিতে শত নাগরিক রাজশাহী শাখার নেতৃবৃন্দ মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাঁর রূহের মাগফিরাত কামনা করেন।
বিবৃতিতে স্বাক্ষরকারী অন্যান্যদের মধ্যে রয়েছেন, প্রফেসর এ কে এম আজহারুল ইসলাম, এ্যাডভোকেট আবুল কাসেম, প্রফেসর এম রফিকুল ইসলাম, প্রফেসর মামনূনুল কেরামত, প্রফেসর কে.এ.এম.শাহাদাৎ হোসেন মন্ডল, প্রফেসর আজহার আলী, প্রফেসর মো. শামসুল আলম সরকার, ডা. ওয়াসিম হোসেন, প্রফেসর আসমা সিদ্দীকা, জনাব মাহবুব সিদ্দিকী, প্রফেসর মো. এনামুল হক, জনাব রেজাউল করিম রাজু, এ্যাডভোকেট পারভেজ টি.জাহেদী, সরদার আবদুর রহমান, প্রফেসর ড.শামসুজ্জোহা এছামী, প্রফেসর ড. মোহাম্মদ আলী , প্রফেসর ড. সৈয়দ সারওয়ার জাহান লিটন, অধ্যাপক হাবিবুল ইসলাম, অধ্যক্ষ রফিকুল ইসলাম, প্রফেসর আমিনুল হক, ডা. নাজিব ওয়াদুদ প্রমূখ।