6305

03/16/2025 পদ্মায় গড়ে পানি বাড়ছে ১০ সে.মি.

পদ্মায় গড়ে পানি বাড়ছে ১০ সে.মি.

নিজস্ব প্রতিবেদক

১৯ আগস্ট ২০২১ ০১:৫৮

রাজশাহীর পদ্মা নদীতে গড়ে পানি বাড়ছে ১০ সেন্টিমিটার করে। ভেঙ্গে চলেছে নদীর তীরবর্তী এলাকা। আবার কিছু স্থানে নদীর পুরনো বাঁধের ব্লক পানির নিচে নেমে যাচ্ছে। রাজশাহী সিটি করর্পোরেশনের আওতাধীন প্রায় দুই হাজার বাড়িতে পানি ঢুকে পড়েছে। গতকাল বুধবার সকালে পদ্মার পানি বিপদসীমার মাত্র ৭৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। উজান থেকে আসা ঢলের কারণে পদ্মায় পানি আরও বাড়ার আশঙ্কা করছেন পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
রাজশাহী পাউবো সূত্র জানায়, রাজশাহীতে পদ্মার পানির বিপৎসীমা ১৮ দশমিক ৫০ মিটার। রাজশাহী মহানগরীর বড়কুঠি পয়েন্টে গত এক সপ্তাহ ধরে গড়ে প্রতিদিন ১০ সেন্টিমিটার করে পানি বাড়ছে। গতকাল বুধবার ভোর ৬টায় এপয়েন্টে পানির উচ্চতা দাঁড়ায় ১৭ দশমিক ৭০ মিটার। এর আগে মঙ্গলবার দুপুর ১২টায় ছিল ১৭ দশমিক ৬১ মিটার।
খোঁজ নিয়ে দেখা গেছে, রাজশাহী নগরীর বাজে কাজলাসহ তালাইমারী শহীদ মিনারসহ পশ্চিম এলাকায় নদীতীরে পানি উঠে গেছে। তলিয়ে গেছে বেশকিছু ঘরবাড়ি। আতঙ্কিত এলাকাবাসী অনেকেই ইতোমধ্যে নিরাপদ স্থানের খোঁজে অন্যত্র চলে গেছেন। এছাড়া চর খিদিরপুর এলাকায় ভাঙ্গনের কারণে এলাকার বাসিন্দারা ঘরবাড়ি ভেঙ্গে নৌকায় করে নগরীতে আসছেন।
অপর দিকে কেশবপুর এলাকায় বাঁধ এবং ব্লক নিচের দিকে নেমে যাচ্ছে। বাঁধের দেবে যাওয়া ঠেকাতে বালুর বস্তা ফেলছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। উজানে ঢলের কারণে পদ্মায় পানি বাড়ছে। চলতি আগস্ট মাসের পুরো সময় পানি বাড়তে পারে বলে ধারণা করছে পাউবো।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]