6307

03/16/2025 ক্রিকেটার খালেদ মাসুদ পাইলটের মামা'র মৃত্যু

ক্রিকেটার খালেদ মাসুদ পাইলটের মামা'র মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

১৯ আগস্ট ২০২১ ০২:০২

বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার খালেদ মাসুদ পাইলটের মামা, নাটোরের বড়াইগ্রাম থানার বাসিন্দা বিটিভি'র সাবেক সঙ্গীত শিল্পী শাজাহান আলী সান্টু  ইন্তেকাল করেছেন। আজ (১৮ আগষ্ট) দুপুর ১২.৩০ মিনিটে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
 
তিনি উপজেলার জোয়াড়ী ইউনিয়নের ভবানীপুর গ্রামের মৃত সিদ্দিক আলী মিয়া'র ৫ম পুত্র। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।  তিনি স্ত্রী, দুই কন্যা,  দুই জামাই ও এক পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
 
তিনি জাতীয় পর্যায়ে ফুটবল খেলোয়াড় হিসেবে দেশের সুনাম অর্জন করেছেন। পরে দির্ঘদিন বিটিভি'র খ্যাতিমান সঙ্গীত শিল্পী হিসেবে দায়িত্ব পালন করে বর্তমানে কাদিরাবাদ সেনানিবাসে সঙ্গীত শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাঁর এই অকাল মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে৷
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]