6341

03/14/2025 সিঙ্গাপুর দিয়ে শুরু কমলা হ্যারিসের এশিয়া সফর

সিঙ্গাপুর দিয়ে শুরু কমলা হ্যারিসের এশিয়া সফর

রাজটাইমস ডেস্ক

২৩ আগস্ট ২০২১ ১৪:৪৬

সিঙ্গাপুর দিয়ে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এশিয়া সফর শুরু করেছেন। সিঙ্গাপুরের পর ভিয়েতনাম সফর করবেন তিনি।

দুই দিনের সফরে রবিবার সিঙ্গাপুরে পৌঁছেছেন কমলা হ্যারিস। আগামী মঙ্গলবার ভিয়েতনাম সফর করবেন তিনি।

দক্ষিণ-পূর্ব এশিয়ায় চীনের ক্রমবর্ধমান প্রভাব বিস্তারের প্রেক্ষাপটে এ অঞ্চলে সফর শুরু করেছেন কমলা হ্যারিস।
সিঙ্গাপুর সফরে দেশটির প্রেসিডেন্ট হালিমা ইয়াকুব ও প্রধানমন্ত্রী লি সিয়েন লংয়ের সঙ্গে বৈঠক করবেন কমলা হ্যারিস। এছাড়া চাঙ্গি নৌঘাঁটিতে মার্কিন নাবিকদের সঙ্গেও দেখা করার কথা রয়েছে তার।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]