6371

03/16/2025 আফ্রিদির দুর্দান্ত বোলিং : বিশাল জয় পাকিস্তানের

আফ্রিদির দুর্দান্ত বোলিং : বিশাল জয় পাকিস্তানের

রাজটাইমস ডেস্ক

২৫ আগস্ট ২০২১ ১৪:২৭

কিংস্টোনে শাহিন শাহ আফ্রিদির দুর্দান্ত বোলিংয়ে বিশাল জয় পেয়েছে পাকিস্তান। মঙ্গলবার ম্যাচের পঞ্চম ও শেষ দিনে দ্বিতীয় টেস্টে পাকিস্তান ১০৯ রানে পরাজিত করে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে। এই জয়ের ফলে ২ ম্যাচ টেস্ট সিরিজটি ১-১-এ শেষ হলো।


বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৩২৯ রানের টার্গেট দিয়েছিল পাকিস্তান। তারা মাত্র ২১৯ রানে অল আউট হয়ে যায়। শাহিন আফ্রিদি এই ম্যাচে নেন ১০ উইকেট। সিরিজে তার উইকেট সংখ্যা ছিল ১৮টি। তাকেই ম্যান অব দি ম্যাচ ও সিরিজ ঘোষণা করা হয়।

উল্লেখ্য, দ্বিতীয় টেস্টে পাকিস্তানের স্কোর ছিল ৯ উইকেটে ৩০২ এবং ৬ উইকেটে ১৭৬ (ঘোষণা)। আর ওয়েস্ট ইন্ডিজ দুই ইনিংসে যথাক্রমে ১৫০ ও ২১৯ রানে অল আউট হয়ে যায়।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]