6373

03/15/2025 রাজশাহীতে করোনায় মৃত্যুহার কমছে গত ২৪ ঘন্টায় ৭ জনের মৃত্যু

রাজশাহীতে করোনায় মৃত্যুহার কমছে গত ২৪ ঘন্টায় ৭ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

২৫ আগস্ট ২০২১ ১৫:০৬

রাজশাহীতে করোনায় মৃত্যুহার কিছুটা কমেছে গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৭জন। যা গত দুমাসের মধ্যে সবচেয়ে কম।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গেল ২৪ ঘণ্টায় মারা গেছে ৭জন। মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়েছে।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃতদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ১ জন ও উপসর্গে ৬ জন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে মারা যাওয়া ৭ জনের মধ্যে রাজশাহীর ৩, নাটোরের ১ নওগাাঁর ২ কুষ্টিয়ার ১ জন আছেন।
রামেক হাসপাতালের পরিচালক আরও জানান, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ২৭ জন। বর্তমানে রামেক হাসপাতালে ৫১৩টি করোনা ডেডিকেটেড শয্যার বিপরীতে রোগী ভর্তি আছেন ২০৯জন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]