638

03/15/2025 আরব আমিরাতে হবে কোহলিদের ডোপ টেস্ট

আরব আমিরাতে হবে কোহলিদের ডোপ টেস্ট

রাজটাইমস ডেস্ক

২৬ আগস্ট ২০২০ ০১:১৮

ক্রিকেট বিশ্বের অন্যতম আকর্ষনীয় একটি আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। এ বছর আগামী ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাচ্ছে এর ১৩তম আসর।

এই আসরটি বসার আগেই অংশগ্রহণ করা সব খেলোয়াডদের দিতে হবে ডোপ টেস্ট। এমনটি জানিয়েছে ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি (নাডা)।

জনপ্রিয় ও জমকালো এই টি-টোয়েন্টির ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট শুরুর আগেই আটটি দল পৌঁছে গেছে আমিরাতে।

তবে ভারতের এই প্রতিষ্ঠান শুধু একাই এ টেস্ট নিবে না। আরব আমিরাতের ন্যাশনাল অ্যান্টি ডোপিং কমিটির সাথে যৌথভাবে ক্রিকেটারদের ডোপ টেস্ট নেবে। নাডা ইতোমধ্যেই তাদের পরিকল্পনা তৈরি করেছে।

নাড়া আসরটিতে অংশগ্রহণ করতে যাওয়া আটটি দলের ক্রিকেটারদের ডোপ টেস্ট নিতে দুবাই, আবুধাবি ও শারজাসহ পাঁচটি স্থানে ডোপ কন্ট্রোল স্টেশন তৈরি করতে যাচ্ছে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে তারা নো কন্যাক্ট পদ্ধতিতে ডোপ টেস্ট করবে। আইপিএল চলাকালীন ৫০ জন ক্রিকেটারের রক্ত এবং মূত্রের নমুনা সংগ্রহ করা হবে।

খবর-যুগান্তর
এসএইচ

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]