03/16/2025 নগরীর পদ্মার পাড়ে অজ্ঞাত শিশুর লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
২৫ আগস্ট ২০২১ ২৩:৫৭
রাজশাহী নগরীর পদ্মার পাড়ে অজ্ঞাত এক কন্যা শিশুর লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। বুধবার (২৫ আগস্ট) সকাল ৯ টার দিকে নগরীর গুড়িপাড়াস্থ হাইটেক পার্ক আইবাঁধের পূর্বের পাশে পদ্মার পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত শিশুর বয়স আনুমানিক ৫ বছর। লাশের নাম পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, বুধবার সকালে পদ্মা নদীতে লাশটি ভাসতে দেখা যায়। পরে রাজশাহী নৌ পুলিশে খবর দেওয়া হলে পুলিশ এসে লাশটি নদী থেকে উদ্ধার করে।
রাজশাহী নৌ পুলিশের ওসি (পুলিশ পরিদর্শক) ওবাইদুল হক জানান, বুধবার সকালে রাজশাহীর আইবাঁধে একটি লাশ ভাসছে বলে আমরা সংবাদ পাই। সংবাদ পেয়ে আমরা এসে লাশটি উদ্ধার করি। লাশটি একটি মেয়ে শিশুর। মেয়েটির বয়স আনুমানিক পাঁচ বছর হবে। লাশটি পদ্মা নদীতে ভেসে এসেছে। ধারণা করা হচ্ছে ১৫/২০ দিন আগে তার মৃত্যু হয়েছে। মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে বলেও জানান তিনি।