6384

03/16/2025 নাটোরে শ্রমিক নেতাসহ ১২ মাদকসেবী আটক

নাটোরে শ্রমিক নেতাসহ ১২ মাদকসেবী আটক

নিজস্ব প্রতিবেদক

২৬ আগস্ট ২০২১ ০২:৪৯

নাটোরে জেলা পরিবহণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আকরাম হোসেনসহ ১২ মাদকসেবীকে আটক করেছে র‌্যাব। আটককৃতদের বিরুদ্ধে নাটোর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে (২৫ আগস্ট) বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

র‌্যাবের নাটোর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোঃ সানরিয়া চৌধুরী জানান, মঙ্গলবার (২৪ আগস্ট) গভীর রাতে শহরের মাদরাসা মোড় ও বলারীপাড়া মহল্লায় দুটি মাদক বিরোধী অভিযান চালায় র‌্যাব। অভিযানে মাদক সেবনের সময় হাতে নাতে আটককৃতদের নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে ডোপ টেস্ট করা হলে ১২ জনের পজেটিভ রির্পোট আসায় তাদের আটক করা হয়।

আটককৃত হলেন, নাটোর জেলা পরিবহণ শ্রমিক ইউনিয়নের আলোচিত সাধারণ সম্পাদক সরকার দলীয় শ্রমিক নেতা আকরাম হোসেন, শহরের কানাইখালি মহল্লার যুবক মোঃ সৌরভ, বড় হরিশপুরের মোঃ রনি, মোঃ আল আমিন, মোঃ মোজাম্মেল হক মোঃ আকাশ, মোঃ শফিকুল ইসলাম, ডাঙ্গাপাড়ার মোঃ কামরুল ইসলাম, আঘদীঘা কাঠাখালীর মোঃ রানা খা, মোঃ ইজাজুল ইসলাম, মোঃ হাফিজুল ইসলাম ও চকবৈদ্যনাথ চামড়া পট্টি এলাকার মোঃ শান্ত।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]