03/14/2025 নাসিমকে সিঙ্গাপুর নিতে চায় পরিবার
রাজ টাইমস ডেস্ক:
১১ জুন ২০২০ ০৫:৪৯
উন্নত চিকিৎসার জন্য লাইফ সাপোর্টে থাকা সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমকে সিঙ্গাপুরে নিতে ইতিমধ্যে প্রক্রিয়াও শুরু করেছে তার পরিবার।
বুধবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া বলেছেন, নাসিম ভাইয়ের ছেলে তানভীর শাকিল জয় আমাকে সকালে জানিয়েছেন, সিঙ্গাপুরের মাউন্ট এলিজেবেথ হাসপাতালে নেওয়ার জন্য সেখানে কাগজপত্র পঠানো হয়েছে। সিঙ্গাপুরে বাংলাদেশের হাইকমিশন ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রণালয়ের সঙ্গে এ নিয়ে কথা হচ্ছে।
এদিকে মোহাম্মদ নাসিমের চিকিৎসায় গঠিত সাত সদস্যের মেডিক্যাল বোর্ডের সদস্য ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া জানিয়েছেন, তার অবস্থা এখনও সংকটাপন্ন, অবস্থার তেমন উন্নতি হয়নি।