641

03/15/2025 রাষ্ট্রপতির শোক

রাষ্ট্রপতির শোক

রাজ টাইমস ডেস্ক

২৬ আগস্ট ২০২০ ০১:৩৩

রাষ্ট্রপতি আবদুল হামিদ মঙ্গলবার মেজর জেনারেল (অব.) চিত্তরঞ্জন দত্তের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধে অংশ নেয়া মুক্তিবাহিনীর সেক্টর কমান্ডার সি আর দত্ত ৯৩ বছর বয়সে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার এক হাসপাতালে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।

এক শোকবার্তায় রাষ্ট্রপতি মুক্তিযুদ্ধে তার অসামান্য অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন। রাষ্ট্রপতি হামিদ বলেন, ‘জাতি সি আর দত্ত বীর উত্তমকে চিরকাল স্মরণ রাখবে।’ এ মুক্তিযোদ্ধার বিদেহী আত্মার শান্তি কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান রাষ্ট্রপ্রতি।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]