6410

03/16/2025 ২২ ঘণ্টায়ও উদ্ধার হয়নি ডুবে যাওয়া ট্রলার

২২ ঘণ্টায়ও উদ্ধার হয়নি ডুবে যাওয়া ট্রলার

রাজটাইমস ডেস্ক

২৯ আগস্ট ২০২১ ০০:১৩

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার লইসকা বিলে ডুবে যাওয়ার ২২ ঘণ্টায়ও উদ্ধার করা যায়নি ট্রলারটিকে। শনিবার (২৮ আগস্ট) এ প্রতিবেদন লেখা পর্যন্ত (বিকেল ৩টা) ট্রলারটিকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে বিআইডব্লিউটিএ’র উদ্ধারকারী দল।

তবে ট্রলারের ভেতরে আর কেউ নেই বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। গতকাল শুক্রবার এ ট্রলারডুবির ঘটনায় ২২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে নারী ও শিশুই বেশি।

ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল হোসেন রেজান জানান, ট্রলারটি বিলের যে অংশে ডুবেছে, সেটি কিছুটা গভীর। বিআইডব্লিউটিএ’র উদ্ধারকারী দল ট্রলার উদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছে। তবে কতক্ষণ নাগাদ ট্রলারটি উদ্ধার হবে, সেটি স্পষ্ট করে বলা যাচ্ছে না।

ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম বলেন, উদ্ধারকাজ শেষ। এখন শুধু আনুষ্ঠানিকভাবে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণার পালা। তবে এখনও ঘটনাস্থলে আমাদের একটি দল মোতায়েন রয়েছে। ট্রলারের ভেতরে আর কেউ নেই।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]