6415

07/02/2025 ৩রা সেপ্টেম্বর থেকে বাংলাদেশ-ভারত ফ্লাইট চালু

৩রা সেপ্টেম্বর থেকে বাংলাদেশ-ভারত ফ্লাইট চালু

রাজটাইমস ডেস্ক

২৯ আগস্ট ২০২১ ১৪:০৩

বাংলাদেশের সঙ্গে ভারতের বিমান যোগাযোগ চালু হচ্ছে ৩ সেপ্টেম্বর। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সূত্র এসব তথ্য জানিয়েছে।

ভারত বাংলাদেশকে এয়ার বাবল চুক্তির প্রস্তাব দিয়েছিল। এই প্রস্তাবের আলোকে বেবিচক ভারতীয় কর্তৃপক্ষের কাছে ফ্লাইট চালুর বিষয়ে একটি চিঠি পাঠায়। ওই চিঠির জবাবে ভারত ফ্লাইট পরিচালনার তারিখ ঘোষণা করেছে। ভারত তাদের তিনটি এয়ারলাইন্সকে সপ্তাহে ৭টি ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে। এদের মধ্যে স্পাইস জেট ৩টি, ইন্ডিগো ২টি ও এয়ার ইন্ডিয়া ২টি ফ্লাইট পরিচালনা করবে।
চিঠিতে বলা হয়েছে, ভারত থেকে যারা প্রবেশ করবে তাদেরকে বাংলাদেশ সরকার নির্ধারিত করোনা বিধি মেনে আসতে হবে।

যারা বাংলাদেশ থেকে ভারত যাবে তাদেরকে নিজ খরচে বিমানবন্দরে করোনা টেস্ট করাতে হবে। এয়ার বাবল চুক্তির এই সময়ের মধ্যে বাংলাদেশ থেকে টুরিস্ট ভিসা নিয়ে কেউ ভারত যেতে পারবে না।

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]