03/14/2025 লা-লিগায় প্রথম বাংলাদেশি ফুটবলার জিদান
রাজটাইমস ডেস্ক
২৯ আগস্ট ২০২১ ১৪:১৬
জাতীয় দলের রুগ্ন চেহারা বদলাতে চায় বাফুফে। প্রবাসীর দিকে ঝুঁকে পড়েছে তারা। জামাল ভূঁইয়া ও তারিক কাজীর পর আরও দুজন প্রবাসী ফুটবলার বাংলাদেশ স্কোয়াডে ডাক পেয়েছেন।
কিরগিজস্থানে ত্রিদেশীয় টুর্নামেন্টে তাদের অভিষেকও হতে পারে। প্রবাসী ফুটবলার নিয়ে যখন আলোচনা তুঙ্গে। তখুনি নতুন এক সু-খবর এল। লিওনেল মেসি নিজেকে যেভাবে তৈরি করে লা-লিগায় সেরা দল বার্সেলোনায় সুযোগ পেয়েছিলেন, তাঁরই দেখানো পথে যাত্রা শুরু হতে যাচ্ছে বাংলাদেশি কিশোর ফুটবলার জিদান মিয়ার।
যোগ্যতা প্রমাণ করে স্পেনের লা লিগার দল রায়ো ভায়েকানোতে যোগ দিয়েছেন তিনি। জিদানই প্রথম বাংলাদেশি ফুটবলার যিনি লা লিগায় ডাক পেলেন। তিনি ক্লাবটির সি গ্রুপে খেলবেন।