642

03/15/2025 ইয়াবাসহ ছাত্রলীগ সভাপতি আটক

ইয়াবাসহ ছাত্রলীগ সভাপতি আটক

রাজ টাইমস ডেস্ক

২৬ আগস্ট ২০২০ ০১:৩৯

ইয়াবাসহ ছাত্রলীগ সভাপতি আটক করেছে ডিবি পুলিশ। এসময় তার দোকান থেকে ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। 

আটক মামুন বানিয়াচং উপজেলার পূর্ব তোপখানার নানু মিয়া মাস্টারের ছেলে।

ডিবির কর্মকর্তা মানিকুজ্জামানের ভাষ্য, গোপন সূত্রে খবর পাওয়া যায় ছাত্রলীগ নেতা মামুন ইয়াবা ব্যবসার সাথে জড়িত। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন পুলিশ সুপার। পরে খবর পেয়ে মঙ্গলবার ভোরে বড় বাজারের আনহার মিয়ার ফার্নিচারের দোকানে অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় দোকানের ভেতরে বসে মামুন ইয়াবা বিক্রি করছিলেন। এদিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে আনহার ও মুহিন নামে দুইজন পালিয়ে যায়।

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]