03/15/2025 নগরীতে পিস্তল তাক করে টাকা ছিনতাই
রাজটাইমস ডেস্ক
২৬ আগস্ট ২০২০ ১৮:৫৫
বন্ধুক তাক করে রাজশাহী নগরীতে দোকান থেকে টাকা লুট করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (২৫ আগস্ট) রাত দশটার দিকে রাজপাড়া থানার গ্রেটার রোড নতুন বিল সিমলার এলাকায় এ ঘটনা ঘটে।
এ সময় দুর্বৃত্তরা রাকিব টেলিকম এন্ড এলপি গ্যাস স্টোরের দোকানের মালিকের কাছ থেকে ২০ হাজার টাকা ছিনতাই করে।
দোকানটির স্বত্বাধিকারী রাকিব জানান, পিস্তল ঠেকিয়ে তার দোকানে বিদ্যুৎ বিল ও বিকাশের ২০ হাজার টাকা নিয়ে তাকে ভয়-ভীতি দেখিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা।
ছিনাতাইকারীদের দুইজনকে শনাক্ত করতে পেরেছে রাকিব। তাদের বাড়ি বিলসিমলা এলাকাতেই। পুলিশের কাছে তাদের নাম জানানো হয়েছে। তারা দুইজনেই ছিনতাই ও মাদক মামলার আসামী বলে জানা গেছে।
এসএইচ