03/17/2025 আজ উদ্বোধন হতে যাচ্ছে রাজশাহী জেলা পরিষদের নতুন ভবন
রাজটাইমস ডেস্ক
২ সেপ্টেম্বর ২০২১ ০৬:৪৬
উদ্বোধন হতে যাচ্ছে রাজশাহী জেলা পরিষদের বহুপ্রতিক্ষিত নিজস্ব ভবন।
আজ (২ সেপ্টেম্বর) বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় ভার্চুয়ালি নতুন বহুতল ভবনের উদ্বোধন করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম এমপি।
নগরীর কোর্ট চত্বরে প্রায় ১৬ কোটি টাকা ব্যয়ে ৪ তলা বিশিষ্ট রাজশাহী জেলা পরিষদের নিজস্ব ভবনের নির্মাণ কাজ শেষ হয়েছে।
বহুতল ভবনটির নির্মাণের সার্বক্ষণিক তদারকি করেন জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার।
বর্তমানে যেখানে জেলা পরিষদের কার্যক্রম চলছে, সেই ভবনটি ছিল ঝুঁকিপূর্ণ। ফলে দ্রুত নতুন ভবনটির নির্মাণে তাগাদা দেন চেয়ারম্যান। তার তাগাদার ফলেই দ্রুত সময়ে ভবনটির নির্মাণকাজ শেষ হলো। এর ফলে এখন থেকে নতুন নান্দনিক ভবনে জেলা পরিষদের কার্যক্রম চলবে।
/এএস