03/17/2025 রাজশাহীতে ছেলের ছুরির আঘাতে প্রাণ গেল পিতার
নিজস্ব প্রতিবেদক
৬ সেপ্টেম্বর ২০২১ ০১:১৯
রাজশাহী নগরীতে নেশার টাকা না পেয়ে ছেলের করা ছুরির আঘাতে প্রাণ গেল পিতার। রোববার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নগরীর রাজপাড়া থানার অচিনতলা এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতের নাম জুয়েল হোসেন (৫০)। তার মাদকাসক্ত ছেলের নাম মমিনুল ইসলাম পিয়াস (১৭)। স্থানীয় লোকজন পিয়াসকে বাড়িতে আটকে রেখে পরে পুলিশে দেয়।
নিহত জুয়েলের স্ত্রী মর্জিনা খাতুন জানান, নেশার টাকা না পেয়ে ছেলে তার বাবাকে ছুরি দিয়ে আঘাত করে। পরে তাকে হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।
রাজপাড়া থানার ওসি মাজাহারুল ইসলাম বলেন, ঘটনার পর স্থানীয় লোকজন বাড়ি ঘিরে রাখে এ জন্য পিয়াস পালাতে পারেনি। পরে পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে।