6537

09/23/2024 বিশ্ববিদ্যালয় ছাত্রীদের মুখ ঢেকে ক্লাসে আসার নির্দেশ তালেবানের

বিশ্ববিদ্যালয় ছাত্রীদের মুখ ঢেকে ক্লাসে আসার নির্দেশ তালেবানের

রাজটাইমস ডেস্ক

৬ সেপ্টেম্বর ২০২১ ১৪:০৮

অধিকারের দাবিতে আফগানিস্তানের রাজধানী কাবুলে বিক্ষোভ মিছিল করছেন নারীরা। এদিকে, বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের মুখ ঢাকা নেকাব পরে ক্লাসে আসতে হবে এমন নতুন নির্দেশনা জারি করেছে তালেবান।

এর আগে আফগানিস্তানের নারীরা শুধু হিজাব পরে মুখ খোলা রেখেই শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে অংশ নিতে পারবে বলে জানিয়েছিল তালেবান। কিন্তু তালেবান সে প্রতিশ্রুতি থেকে সরে এসে নতুন এ নির্দেশনা জারি করেছে।

শনিবার রাতে তালেবানের উচ্চশিক্ষা মন্ত্রণালয় স্থানীয় সময় এ নির্দেশনা জারি করে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, পুরুষদের সঙ্গে একই ক্লাসে নারীরা বসতে পারবে না। আর নারীদের যদি একান্তই পুরুষদের সঙ্গে ক্লাস করতে হয় তাহলে ক্লাসরুমের মাঝামাঝি পর্দা দিয়ে ভাগ করে দিতে হবে।

নারী শিক্ষার্থীদের ক্লাস অবশ্যই নারী শিক্ষকরা নেবেন বলে নির্দেশনায় জানানো হয়েছে। নারী শিক্ষক না থাকলে সচ্চরিত্রের বয়স্ক পুরুষ শিক্ষকরাও পড়াতে পারেন।

এমনকি নারী ও পুরুষ শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ঢোকা ও বের হওয়ার পথও আলাদা হতে হবে ওই নির্দেশনায় জানানো হয়েছে।

আজ সোমবার আফগানিস্তানে বেসরকারি বিশ্ববিদ্যালয় খুলবে বলে জানা গেছে। এর আগেই শিক্ষাপ্রতিষ্ঠানে এসব বিধিনিষেধ দিল তালেবান।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]