03/15/2025 রামেকে করোনা ইউনিটে আরও ৫ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
৭ সেপ্টেম্বর ২০২১ ১৫:৪৮
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (Rajshahi Medical College Hospital) করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু হয়েছে । সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়। মারা যাওয়া ৫ জনের মধ্যে পুরুষ ৩ জন ও নারী ২ জন। গত ২৪ ঘন্টায় রামেকে মৃতের সংখ্যা ছিলো ১০ জন।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃতদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ১ জন ও উপসর্গে ৪ জন মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে মারা যাওয়া ৫ জনের মধ্যে রাজশাহীর ২ চাঁপাইনবাবগঞ্জ ২ ওনওগাঁর ১ জন রয়েছেন।
রামেক হাসপাতালের পরিচালক আরও জানান, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ২২ জন। বর্তমানে রামেক হাসপাতালে ২৮৬টি করোনা ডেডিকেটেড শয্যার বিপরীতে রোগী ভর্তি আছেন ১৪০ জন। গত ২৪ ঘন্টায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১৬ জন। ভর্তি রোগীর মধ্যে করোনা পজেটিভ ৫০ জন নেগেটিভ ৩২ জন এবং উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৫০ জন।
গতকাল করোনা পরীক্ষায় দেখা গেছে সংক্রমনের হার রাজশাহীতে ১৩.২৫ % এবং চাঁপাই নবাবগঞ্জ ০৩.২২% এবং জয়পুরহাটে ৭.০১% পজেটিভ।
এম এস ইসলাম